ময়মনসিংহ নগরীতে তরমুজ কেজি দরে বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় দুপুরে অভিযানে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
তার সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শাকিল নিউজবাংলাকে বলেন, ‘তরমুজ কেজি দরে বিক্রি করায় ৪ মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য দ্রব্যমূল্য যেন বেশি না রাখে সেজন্য সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আবারও কেজি দরে তরমুজ বিক্রি করলে আরও বেশি জরিমানা করা হবে।’
নিউজবাংলায় গত ২ এপ্রিল ‘তরমুজ নিম্নবিত্তের নাগালের বাইরে’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
এরপর মহানগরীর নতুন বাজার এলাকায় সোমবার সন্ধ্যার অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
তিনি সেদিন নিউজবাংলাকে বলেন, ‘কেজিদরে তরমুজ বিক্রির বিষয়টি সমালোচনায় এসেছে। বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে অভিযান চালিয়ে এর প্রমাণ পাওয়া যায়। ব্যবসায়ীদের কেজিদরে তরমুজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এই নির্দেশনা যদি কোনো ব্যবসায়ী না মানে তাহলে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড করা হবে।’