দেশের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা জরুরি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএসএমএমইউতে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরুর সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে এখনও যে দুর্গম এলাকা রয়েছে, সেখানকার রোগীর চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা প্রয়োজন। এসব জায়গায় যারা চিকিৎসা দেবেন, তাদের জন্য ইনসেনটিভ দেয়ার ব্যবস্থা করতে হবে।’
ভিসি শারফুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা প্রতিরোধ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় প্রথম এবং সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৬তম। আমরা এক দিনে ১ কোটি ২০ লাখ লোককে টিকা দেয়ার সক্ষমতা অর্জন করেছি।’
দেশে আরও বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর তাগিদ দিয়ে ভিসি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি লাখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকা প্রয়োজন। এই বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান হিসেবে আমরা বিভিন্ন বিষয়ের কোর্সে শিক্ষার্থীদের আসন বাড়িয়েছি। নতুন নতুন কোর্স খুলেছি। ডেন্টাল, ফরেনসিক মেডিসিন বিভাগে পোস্ট গ্র্যাজুয়েশন চালু করেছি।’
তিনি বলেন, সুপেয় ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। জীবনে ডিসিপ্লিন মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকা, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যের প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি ধূমপানের অভ্যাস পরিত্যাগ করতে হবে।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।