পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চার পরিচালক পুঁজিবাজার থেকে মোট ৯ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ-সিএসইতে কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
যেসব পরিচালক শেয়ার কিনবেন, তারা হলেন স্যামুয়েল এস চৌধুরী, তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী এবং মিসেস রতনা পাতরা।
তারা প্রত্যেকেই ২ লাখ ২৫ হাজার করে শেয়ার কিনবেন আগামী ২৮ এপ্রিলের মধ্যে। ব্লক নয়, মূল মার্কেট থেকেই এই শেয়ার কিনবেন তারা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কিনলে বা বিক্রি করলে ঘোষণা দিতে হয়। ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করে গত এক দশকে বেশ কয়েকজন পরিচালক শাস্তির মুখে পড়েছেন।
৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের মালিকানা আছে ৩৪ দশমিক ৫৭ শতাংশ।
তাদের কাছে শেয়ার আছে ৩০ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১১৪টি। নতুন করে ৯ লাখ শেয়ার কেনা হলে তা দাঁড়াবে ৩০ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ১১৪টিতে। তখন কোম্পানিতে তাদের মালিকানা বেড়ে হবে ৩৪.৬৭ শতাংশ।
এই শেয়ার কেনার ঘোষণার দিনে সূচক হারানো পুঁজিবাজারে স্কয়ার ফার্মার দর বেড়েছে ২ শতাংশের কিছু বেশি। দিন শেষে শেয়ারদর দাঁড়িয়েছে ২২১ টাকা ৪০ পয়সা। আগের দিন দর ছিল ২১৮ টাকা ৪০ পয়সা।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরের বছর থেকেই বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে আসছে স্কয়ার ফার্মা। ২০২১ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। এর বিপরীতে ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে তারা, যার পুরোটাই নগদ। অর্থাৎ এর বিনিয়োগকারীরা পেয়েছেন শেয়ারপ্রতি ৬ টাকা।
তার আগের বছর ৫৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানি। এর মধ্যে ৪৭ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস। সে বছর শেয়ারপ্রতি কোম্পানির আয় হয়েছিল ১০ টাকা ৯১ পয়সা।
চলতি অর্থবছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ৮৮ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি।
তবে আয় বাড়লেও কোম্পানিটি দর হারাচ্ছে। গত ৯ সেপ্টেম্বর শেয়ারদর উঠেছিল ২৫১ টাকা ৯০ পয়সায়। সেখান থেকে ১০ শতাংশের বেশি দর হারিয়েছে কোম্পানিটি।