যশোরের শার্শার বাগআচড়ায় ট্রাকচাপায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়িরমিল এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৯০ বছরের কওসার আলীর বাড়ি ঝিকরগাছা উপজেলার নাভারণ গোডাউন কলোনি পূর্বপাড়ায়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে পুলিশের ওসি মঞ্জুরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ভ্যানে করে কওসার আলী সোনাবাড়ীয়া গ্রামের কবিরাজের কাছে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক তার ভ্যানটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই কওসার আলী মারা যান। ভ্যানচালক সাহেব আলী হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মঞ্জুরুল বলেন, ‘দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়েছেন। তবে ট্রাকটি চিহ্নিত করা গেছে। চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’