প্রশাসনের ৯৪ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এই কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্ত্রণালয়ে পদায়ন করা হয়নি। তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়েই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এ নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫শ’ জন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির ক্ষেত্রে বিসিএস প্রশাসনের ১৫তম ব্যাচকে বিবেচনায় আনা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ড. মহ শের আলী, এস এম এনামুল কবির, মো. আবুল কালাম আজাদ, মো. হুমায়ুন কবির, মো. তরিকুল আলম, এম ডি আবদুস সালাম, মো. শহীদুল ইসলাম, মহা. বশিরুল আলম, আবদুছ ছাত্তার শেখ, মো. মিজানুর রহমান, শাহীন মাহবুবা, অমল কৃষ্ণ মনণ্ডল, রবীন্দ্র শ্রী বড়ুয়া, মো. মোস্তফা কামাল মজুমদার ও মো. আব্দুল মোমিন।
এছাড়াও রয়েছেন- ফারজানা মমতাজ, মো. মফিদুর রহমান, আবু মমতাজ, সাদ উদ্দিন আহমেদ, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ শহীদুল আলম, কে এম আবদুল ওয়াদুদ, মো. সারোয়ার বারী, আবু তাহের মো. মাসুদ রানা, মো. খালেদ রহিম, মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ফাতেমা রহিম ভীনা, মো. যাহিদ হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. জহির রায়হান, মো. মাহবুব আলম তালুকদার, খালিদ আহম্মেদ, জাহিদ হোসেন মুনশী, মো. এনামুল হক, মো. মুহিদুল ইসলাম, জিনাত আরা, মো. সারোয়ার আলম, মো. আমিনুর রহমান, মো. আব্দুর রহিম খান ও মল্লিক আনোয়ার হোসেন।
তালিকায় আরও আছেন- মো. তোফাজ্জল হোসেন, জাহেদা পারভীন, মো. রাশেদুল হাসান, মো. মোস্তফা কামাল, মো. শফিকুল ইসলাম, আমেনা বেগম, মো. আব্দুস সামাদ, মো. আশরাফুল ইসলাম, হুমায়রা সুলতানা, দেলোয়ারা বেগম, মুনিমা হাফিজ, মো. হেলাল মাহমুদ শরীফ, তসলিমা কানিজ নাহিদা, মনোজ কুমার রায়, মো. লুৎফর রহমান, পরিমল সিংহ, সায়মা ইউনুস, সাবিনা আলম, মো. মানজুরুল মান্নান, মোহাম্মদ আলতাফ উল আলম, একেএম শাহাবুদ্দিন, মো. আশফাকুল ইসলাম বাবুল, সিরজুন নুর চৌধুরী ও মো. সাবিরুল ইসলাম।
অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- জুবাইদা নাসরীন, শফিউল আজিম, মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, স্মৃতি কর্মকার, সেলিনা পারভেজ, সৈয়দা সালমা জাফরীন, রেখা রানী বালৌ, ফাহমিদা আখতার, আবুল মনসুর, মো. মাহবুবুল হক পাটওয়ারী, একেএম আলী আহাদ খান, মোহা. আলফাজ হোসেন, মো. খাইরুল ইসলাম, আব্দুল লতিফ খান, মাহবুবুর রহমান, মুহম্মদ আশরাফ আলী ফারুক, নিলুফার নাজনীন, আবদুস ছাত্তার, একেএম আমিরুল ইসলাম, সত্য রঞ্জন মণ্ডল ও সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী।
এছাড়াও তালিকায় আছেন- মো. রেজাউল করিম, মো. আবদুর রহমান খান, মো. আব্দুর রাজ্জাক, ডা. আশরাফী আহমদ, এসএম রেজাউল মোস্তফা কামাল ও মো. হাফিজুর রহমান।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে হবে বলে মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে।