ঘুষ চাওয়ার দায়ে রংপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তপন কুমারকে বরখাস্ত করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহমেদ তাকে বরখাস্ত করেন।
বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন, রংপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান।
বরখাস্তের আদেশের কপি গত ৩১ মার্চ হাতে পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
দুদক রংপুর জানায়, গত ২৮ মার্চ রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানী অনুষ্ঠিত হয়। সেখানে রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের মোস্তাফিজার রহমান নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, তার মানহা ট্রেডিং নামে একটি কারখানা আছে। সে কারখানার লে আউট প্লান অনুমোদন সংক্রান্ত সেবা নেয়ার জন্য গত ২৭ মার্চ শ্রম পরিদর্শক (সাধারণ) তপন কুমার রায়ের সঙ্গে দেখা করেন মোস্তাফিজুর। তপন তার কাছে লে আউট প্লান অনুমোদন করার জন্য ৩৫ হাজার টাকা ঘুষ চান। আবার লাইসেন্সের জন্য বিনা মূল্যের আবেদন ফরমের জন্য ১০০ টাকা রাখেন।
তখনই দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক মোস্তাফিজুর ও তপনকে সেখানে মুখোমুখি নিয়ে আসেন। ফরমের জন্য ১০০ টাকা নেয়ার কথা স্বীকার করলেও ৩৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ নাকচ করেন তপন। মোস্তাফিজুর জানান, তার কাছে ঘুষ চাওয়ার অডিও রেকর্ড আছে।
সেখানেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তপনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন রংপুরের উপ-মহাপরিদর্শক সোমা রায়কে নির্দেশ দেন দুদুক কমিশনার জহুরুল।
দুদক রংপুরের উপপরিচালক আবু হেনা আরও জানান, দুদক কমিশনারের আদেশের পরিপ্রেক্ষিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ তপনকে বরখাস্তের আদেশ দেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর আদেশও দেন।