বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩

  •    
  • ৬ এপ্রিল, ২০২২ ১৯:৩০

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ওখানে রাতে অবৈধ দখলদাররা ঘর তুলেছিল। সহকারী কমিশনার (ভূমি) উচ্ছেদ অভিযানে গেলে কিছু লোকজন জড়ো হয়। কোনো এক মেম্বার এ ঘটনার সঙ্গে জড়িত বলে শুনেছি। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ ঘর উচ্ছেদ করার সময় ভূমি অফিসের কর্মচারীদের ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছে তিন জন। তাদের মধ্যে এক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন উপজেলার বামনী তফসিল অফিসের অফিস সহায়ক আব্দুল জব্বর, বাংলা বাজার তফসিল অফিসের তহসিলদার মো. জয়নাল ও আবদুল্ল্যাহ আল মামুন।উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারের মুখে জেগে উঠা নতুন চরে বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, মুছাপুর ইউনিয়নের মেম্বার আলী আজগর জাহাঙ্গীর ও তার লোকজন প্রায় ৬০০ একর সরকারি খাস জমি দখল করেছেন। এরই মধ্যে দেড় শতাধিক মাটির ভিটা তৈরি হয়েছে। দুই দফায় নির্মাণ করা হয়েছে ৩০টি ঘর।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন ২ মার্চ শনিবার অভিযান চালিয়ে প্রথম ধাপে নির্মাণ করা ঘর গুলো উচ্ছেদ করে দেন। এরপর আজ বুধবার ভোর রাতের দিকে পুনরায় ওই খাস জায়গার ওপর ১২টি ঘর নির্মাণ করা হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নেতৃত্বে অবৈধ ঘর উচ্ছেদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দখলকারীরা ভূমি অফিসের লোকজনের ওপর হামলা চালায়। এতে তিনজন কর্মকর্তা আহত হন।

এ বিষয়ে জানতে মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলী আজগর জাহাঙ্গীরকে একাধিকবার ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, ‘এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মামলা দিলে আমরা মামলা নেব। বিস্তারিত পরে বলব।’

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ওখানে রাতে অবৈধ দখলদাররা ঘর তুলেছিল। সহকারী কমিশনার (ভূমি) উচ্ছেদ অভিযানে গেলে কিছু লোকজন জড়ো হয়। কোনো এক মেম্বার এ ঘটনার সঙ্গে জড়িত বলে শুনেছি। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর