ওসি জানান, জানান, চায়না আক্তার ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে তার মরদেহ পায় স্থানীয়রা।
টাঙ্গাইলের মির্জাপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের জঙ্গল থেকে বুধবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ৩৬ বছরের চায়না আক্তার উপজেলার বংশীনগর গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান।স্থানীয়দের বরাতে তিনি জানান, চায়না আক্তার ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে তার মরদেহ পায় স্থানীয়রা।
এসআই বলেন, চায়নার পচা-ফোলা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।