ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভার সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সামাদ নিউজবাংলাকে বলেন, ‘আজকের সভায় ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।
‘‘তারিখগুলো হলো, আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’’
এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবার যেসব বিষয়ে তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ভর্তি পরীক্ষার প্রশ্ন সেসব বিষয় থেকেই করা হবে। আর শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তির কথা চিন্তা করে গতবারের মতো এবারও ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
প্রাথমিক এ সিদ্ধান্তগুলো ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।