বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশুকে বলাৎকারের মামলায় মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  •    
  • ৬ এপ্রিল, ২০২২ ১৬:১৬

মামলার বরাত দিয়ে ময়মনসিংহ র‍্যাব জানায়, গত ১ এপ্রিল ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায়  ১০ বছর বয়সী ছাত্রের কক্ষে গিয়ে তাকে বলাৎকার করেন মাওলানা আলামিন।

ঢাকার সাভারের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার পলাতক আসামি ওই মাদ্রাসার শিক্ষককে ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

উপজেলার বাঘড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মাওলানা আলামিন হাসান সাইম। ২৭ বছরের আলামিন সাভারের রাজাসন বিরুলিয়া বোর্ডের একটি মাদ্রাসার শিক্ষক।

মামলার বরাত দিয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪-এর মেজর আখের মুহম্মদ জয় জানান, গত ১ এপ্রিল ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় ১০ বছর বয়সী ছাত্রের কক্ষে গিয়ে তাকে বলাৎকার করেন মাওলানা আলামিন। তিনি বের হয়ে গেলে শিশুটি পরিবারকে এ ঘটনা জানায়। মাদ্রাসায় বিষয়টি জানাজানি হলে আলামিন পালিয়ে যান।

এ ঘটনায় ৩ এপ্রিল ওই শিশুর পরিবারের পক্ষ থেকে আলামিনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা হয়। র‍্যাবের সদর দপ্তর গোয়েন্দা শাখা পরে আলামিনের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ময়মনসিংহের ওই এলাকায় অভিযান চালায় ও তাদের গ্রেপ্তার করে।

আসামিকে সাভার থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের আরো খবর