বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদের পরে আন্দোলনের ভাবনা ছাড়তে হবে: গয়েশ্বর

  •    
  • ৬ এপ্রিল, ২০২২ ১৫:৪৪

‘সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোনো অজুহাত থাকে না। কারণ, ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতোই একটা যুদ্ধ। সেই কারণেই বলছি, আমাদের রোজা, পূজা, শীতের আগে, শীতের পরে, ঈদের আগে, ঈদের পরে- এই ভাবনা পরিত্যাগ করেন।’

ঈদের পর আন্দোলন- এই ধরনের কথা আর শুনতে চান না বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই মুহূর্তে রাজপথে নামার তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

রাজধানীতে দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় এই আলোচনার আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, সেচের পানি না পেয়ে সেই দুই কৃষক এই পথ বেছে নিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম মেয়াদ থেকেই বিএনপির নেতারা ‘ঈদের পর আন্দোলনের’ কথা বলে আসছিলেন। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন ঠেকাতে এবং ওই সরকারের এক বছর পূর্তিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি ডাকা আন্দোলন ব্যর্থ হওয়ার পর এই বিষয়টি রাজনৈতিক রসিকতায় পরিণত হয়েছে। তবে বিএনপি নেতারা এখন আর সময় বেঁধে আন্দোলনে নামার কথা বলছেন না।

গ‌য়েশ্বর মনে করেন, ‘সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোনো অজুহাত থাকে না। কারণ, ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতোই একটা যুদ্ধ। সেই কারণেই বলছি, আমাদের রোজা, পূজা, শীতের আগে, শীতের পরে, ঈদের আগে, ঈদের পরে- এই ভাবনা পরিত্যাগ করেন।

‘প্রতি মূহূর্তেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার জন্য মাঠে মাঠে, প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াতে হবে। মানুষের মনে আজকে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিস্ফোরণের মতো রাজপথে আনতে হবে।’

দেশে সব দলের অংশগ্রহণে সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন গয়েশ্বর। বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ নিয়ে জনগণ একটা সুশাসন চায়। আর এই সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মুল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐক্যমতে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিলেও কয়েকদিন পর তাকে স্বচ্ছতার সনদ দিয়ে দেয় বলেও অভিযোগ করেন বিএনপি নেতা। বলেনম ‘আমি বলছি এইটা (দুদক) একটা ভালো লন্ড্রি, এখানে আওয়ামী লীগের লোকেরা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সার্টিফিকেট নিয়ে আসবে। আর বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হয়। অর্থাৎ এটা রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএন‌পির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহসাধারণ সম্পাদক এম জাঙ্গাগীর আলমও এ সময় বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর