চট্টগ্রামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার আমানবাজার এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. ফারুক কমিল্লা জেলার লাকসাম থানা এলাকার কুরবান আলীর ছেলে। তিনি চট্টগ্রামের আমানবাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা নিউজবাংলাকে বলেন, ‘রাত ১টার দিকে আইপিএলে খেলায় বাজি ধরা নিয়ে ওই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি বাঁধলে তারা ফারুককে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।