ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে ঘুষ না দেয়ায় শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনেছেন এক ব্যাংকার।
সিভিল সার্জনের কার্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মেহেদী হাসান নিউজবাংলাকে বলেন, ‘স্বাস্থ্য সনদের জন্য আমি কিছু টেস্টের রিপোর্ট নিয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিভিল সার্জনের কার্যালয়ে যাই। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিব হোসেন সৌরভের কাছে রিপোর্টগুলো জমা দিয়ে স্বাস্থ্য সনদ চাইলে তিনি আমাকে বিকেল সাড়ে ৩টার দিকে যেতে বলেন।
‘সাড়ে ৩টার দিকে গেলে সৌরভ সনদের জন্য ১ হাজার টাকা ঘুষ চান। আমি টাকা দিতে না চাইলে ৫০০ টাকা দিতে বলেন। এতেও আমি রাজি না হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সৌরভ আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেন।’
এ বিষয়ে সৌরভ বলেন, ‘আমি কোনো টাকা চাইনি। দুটি টেস্ট বেসরকারি ক্লিনিক থেকে করা ছিল। সেটা অফিশিয়ালি নেয়া হয় না জানালে মেহেদী হাসান আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। অফিসের চেয়ার ভাঙার চেষ্টা করেন। আমি তার গায়ে হাত দেইনি।’
সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, তিনি সে সময় কার্যালয়ে ছিলেন না। মেহেদী হাসানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে সাকিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।