বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামুনুলকাণ্ডে তছনছ রিসোর্টটি ঘুরে দাঁড়াতে পারেনি এক বছরেও

  •    
  • ৬ এপ্রিল, ২০২২ ০৮:২৩

রয়েল রিসোর্টের ব্যবস্থাপক খাইরুল কবির লাল নিউজবাংলাকে বলেন, ‘এক কোটি টাকার বেশি ব্যয় হয়েছে মেরামত কাজে। এর পুরোটাই তো লোকসান। করোনার কারণে এই সময়ে ব্যবসায় এমনিতেই মন্দা। তার ওপর এত টাকার ধকল। সব মিলিয়ে ভালো থাকার তো সুযোগ নেই।’

২০২১ সালের ৩ এপ্রিল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে আলোড়ন তোলা ঘটনা।

স্ত্রী নন, এমন নারীসহ সেখানে আটক হয়েছেন হেফাজতে ইসলামের সে সময়ের ব্যাপক প্রভাবশালী নেতা মামুনুল হক। স্থানীয়দের জেরার মুখে যখন সঙ্গিনীকে স্ত্রী দাবি করার পর সত্যিকার স্ত্রীর সঙ্গে তৈরি হয় বিবাদ। সন্তানসহ ঘর ছাড়েন তিনি। এখনও ফিরেছেন কি না জানা যাচ্ছে না কোনোভাবে।

সেই রাতে অবরুদ্ধ মামুনুলকে উদ্ধারে এগিয়ে আসে ধর্মভিত্তিক দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। মসজিদে মাইকিং করে জড়ো হয়ে চলে রিসোর্টে হামলা। প্রধান ফটক থেকে ভেতরের সাজানো গোছানো রিসোর্টটি তছনছ করে দেয় তারা।

এরপর মামুনুল সেখান থেকে ঢাকায় ফেরেন। কিন্তু সেই ঘটনাটি তার সে সময়ের প্রভাবশালী অবস্থানকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।

ঘটনা সেখানেই থেমে থাকেনি। হামলা হয় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের বাড়িঘর, মহাসড়কে যানবাহনে।

এক বছর পেরিয়ে যাওয়ার পর সেই রয়েল রিসোর্ট কেমন আছে?

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট

রিসোর্টের ব্যবস্থাপক খাইরুল কবির লাল নিউজবাংলাকে বলেন, ‘এক কোটি টাকার বেশি ব্যয় হয়েছে মেরামত কাজে। এর পুরোটাই তো লোকসান।

‘করোনার কারণে এই সময়ে ব্যবসায় এমনিতেই মন্দা। তার ওপর এত টাকার ধকল। সব মিলিয়ে ভালো থাকার তো সুযোগ নেই।’

এই হামলার ঘটনায় রয়েল রিসোর্ট কর্তৃপক্ষ কোনো মামলা করেনি। তবে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও উপজেলা যুবলীগ রফিকুল ইসলাম নান্নু তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা করেন৷

খাইরুল কবির বলেন, ‘আমাদের এই রিসোর্টে দেশীয় গেস্টের চেয়ে বিদেশি গেস্ট বেশি আসে। আর আসে কাপল। তবে মামুনুল হক কাণ্ডের পর আগের মতো আর কাপল আসে না। মাঝেমধ্যে কিছু গেস্ট আসে। ওই ঘটনায় শুধু রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়নি, ব্যবসারও লোকসান হয়েছে। কর্তৃপক্ষ চেষ্টা করছে, আগের অবস্থানে ফিরে যেতে।’

রিসোর্টের মতোই ব্যাপক আর্থিক ক্ষতির কথা বলছেন সেই রাতের বেপরোয়া হামলার ভুক্তভোগীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূইয়া বলেন, ‘আমাদের আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে অনেক ক্ষয়ক্ষতি করা হয়। পরে আমরা নিজ উদ্যোগে সেগুলো মেরামত করেছি।’

যুবলীগের সোনারগাঁ কমিটির সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘মামুনুলের ঘটনায় হেফাজত নেতা-কর্মীদের হামলা, ভাঙচুরে আমার প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা আর পূরণ হয়নি।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের পোড়ানো যানবাহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেসব যানবাহন পুড়িয়েছে তার ক্ষতিপূরণ পাননি যানবাহনের মালিকরা।

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত মামলা শেষ না হবে, ততদিন পর্যন্ত এ বিষয়ে বলা যাবে না।

তিনি বলেন, ‘সবকিছু নির্ভর করছে আদালতের ওপর।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, এসব ঘটনায় মোট সাতটি মামলা হয়েছে। সব কটি মামলা তদন্তাধীন।

বিচার কতদূর

ঘটনার প্রায় এক মাস পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার রিসোর্ট সঙ্গিনী জান্নাত আরা ঝর্ণা।

মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গত ১০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। ৩ নভেম্বর মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

২৪ নভেম্বর আদালতে জবানবন্দি দেন ঝর্ণা। আদালতে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রয়েল রিসোর্ট ছাড়াও আরও বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেছে মামুনুল।

এর পর থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

১৩ ডিসেম্বর মামুনুলের বিরুদ্ধে সাক্ষ্য দেন রয়েল রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ, রিসিপশন অফিসার নাজমুল ইসলাম অনিক ও নিরাপত্তা প্রহরী রতন বড়াল।

২৫ জানুয়ারি সাক্ষ্য দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, রয়েল রিসোর্টের এক্সিকিউটিভ মাহাবুবুর রহমান ও নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন।

মামলার আরও সাক্ষী সাক্ষ্য দিতে আসবেন পর্যায়ক্রমে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনজনই সাক্ষ্য দিয়েছেন।

তবে মামুনুল হকের আইনজীবী ওমর ফারুকের দাবি, তার মক্কেলকে ফাঁসাতে সাক্ষীরা আদালতে মিথ্যা তথ্য তুলে ধরছেন।

যুবলীগ নেতা নান্নুর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলাগুলোর তদন্ত শেষ করে এখনও প্রতিবেদন দেয়া যায়নি।

আদালতে এলেই হম্বিতম্বি

ধর্ষণ মামলায় মামুনুল হককে যতবার আদালতে আনা হয়েছে, ততবার তিনি কোনো না কোনো ঘটনা ঘটিয়েছেন। পুলিশের ওপর ক্ষিপ্ত হওয়া, মামলার বাদীর সঙ্গে উচ্চবাচ্য করাও বাদ যায়নি।

মামুনুল যতবার হাজির হয়েছেন ততবার তার অনুসারীরা আদালত চত্বরে হট্টগোল করেছেন।

শুরুর দিকে মামুনুলকে অন্যান্য আসামির মতো আদালতে হাজির করা হলেও তার এসব কর্মকাণ্ডে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘মামুনুল হককে যখন শুনানিতে আনা হয়, সে তারিখে আদালতের প্রবেশ ফটকে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি বহিরাগতের প্রবেশের সময় জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে। কারণ বিগত সময় নানা ঘটনা ঘটেছে।’

হরতালের সহিংসতা

রিসোর্টকাণ্ডের আগে ২৮ মার্চ হেফাজতের হরতালেও ব্যাপক সহিংসতা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের সরকারপ্রধান নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ওই বছরের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতকর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষের জেরে সহিংসতা হয় নারায়ণগঞ্জ, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ আরও কয়েক জেলায়।

চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা ঠেকাতে পুলিশের গুলিতে প্রাণহানির প্রতিবাদে ২৮ মার্চ হরতাল ডাকে হেফাজত।

সেদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল মোড় পর্যন্ত টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সংগঠনের নেতা-কর্মী ও তাদের সমর্থকরা। ভাঙচুর করে ৫০টির বেশি যানবাহন। আগুন দেয়া হয় ১১টিতে। বাদ যায়নি অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়িও।

এসব ঘটনায় র‌্যাব ও পুলিশ ছয়টি মামলা করেছে। এসব মামলার তদন্ত শেষ করে এখনও বিচারের পর্যায়ে যায়নি।

তবে তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সহিংসতায় মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন তারা।

হরতালে নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, যানবাহন ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মামলা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ওই ঘটনায় পুলিশ মামলা করে তিনটি। দুটি মামলা করেন ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকরা। র‍্যাব করে একটি।

এর মধ্যে দুটি মামলা তদন্ত করছে সিআইডি ও পিবিআই। বাকি মামলাগুলো থানা-পুলিশ দেখছে। সব কটি মামলার তদন্ত চলমান।

গত বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

নারায়ণগঞ্জের সহিংসতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের আটকে থাকা মামলাও নতুন করে সচল হয়।

এ বিভাগের আরো খবর