রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার গভীর নলকূপ অপারেটর সাখাওয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গোদাগাড়ী থানা পুলিশ তাকে রিমান্ডে চাইলে শুনানি শেষে রাজশাহীর আমলি আদালতের (গোদাগাড়ী) বিচারক লিটন হোসেন সোমবার দুপুরে এ রায় দেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক।
তিনি জানান, গ্রেপ্তার সাখাওয়াতকে রোববার রাজশাহীর আমলি আদালতে তোলা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। ওই দিন শুনানি হয়নি। তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। আজ (মঙ্গলবার) এ নিয়ে শুনানি শেষে বিচারক লিটন হোসেন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার চব্বিশনগর কদমশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বাড়ি উপজেলার ঈশ্বরীপুর গ্রামে। বাড়ির সামনের একটি গভীর নলকূপের অপারেটর ছিলেন তিনি। রোববার তাকে এই পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএমডিএ কর্তৃপক্ষ। নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি ও সুশীল মারান্ডিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা হয়েছে। নলকূপ থেকে জমিতে সেচের জন্য পানি না দিয়ে দিনের পর দিন ঘোরানোর অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।