বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, ২০০ ফুট বিলীন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ এপ্রিল, ২০২২ ১৬:২৪

রুইয়ারবিল গ্রামের আসাদুর রহমান বলেন, ‘আম্পান ও ইয়াসের পর এলাকা দীর্ঘদিন জলাবদ্ধ ছিল। ইদানীং রোপা আমন চাষ করা হয়েছে। ধান পাকার পথে। বেড়িবাঁধের রুইয়ারবিল পয়েন্টে ২০০ ফুটের মতো ধসে গেছে।

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের ২০০ ফুট ধসে গেছে। ওই ইউনিয়নের কুড়িকাহনিয়া ও মাদারবাড়িয়া খেয়াঘাট এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে।

রুইয়ারবিল গ্রামের বেড়িবাঁধে সোমবার বিকেলে হঠাৎ ভাঙন দেখা দেয়। ভাঙন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নির্ঘুম রাত কাটাচ্ছেন মানুষ।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ।

প্রতাপনগরের কুড়িকাহনিয়া গ্রামের হাসানুল হক বান্না জানান, সোমবার বিকেলে বেড়িবাঁধে আকস্মিত ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রুইয়ারবিল গ্রামের আসাদুর রহমান বলেন, ‘আম্পান ও ইয়াসের পর এলাকা দীর্ঘদিন জলাবদ্ধ ছিল। ইদানীং রোপা আমন চাষ করা হয়েছে। ধান পাকার পথে। বেড়িবাঁধের রুইয়ারবিল পয়েন্টে ২০০ ফুটের মতো ধসে গেছে। এর তিন ভাগের এক ভাগের মতো কপোতাক্ষে বিলীন হয়েছে।

ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে ঝড়-জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ পুরো ভেঙে আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। আমরা আতঙ্কের মধ্যে আছি।’ তিনি জানান, প্রতাপনগরের শ্রীপুর কুড়িকাহনিয়া গ্রামের লঞ্চঘাটের উত্তর ও দক্ষিণ সীমানা এবং মাদারবাড়িয়া খেয়াঘাট এলাকায়ও বড় আকারে ভাঙন দেখা দিয়েছে।

সকালে প্রতাপনগরের রুইয়ারবিল, কুড়িকাহনিয়া, সুভদ্রাকাটি, চাকলা, মাদারবাড়িয়া এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনির ইউএনও।

ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের বলেন, ‘ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানান, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। অচিরেই ভাঙনকবলিত এলাকায় বাঁধ নির্মাণ হবে।

বছরখানেকের মধ্যে ওই এলাকায় টেকসই বাঁধ নির্মাণকাজ শুরুর আশ্বাস দেন এই কর্মকর্তা।ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ দীর্ঘদিন পানিবন্দি জীবন যাপন করেছেন।

এ বিভাগের আরো খবর