চট্টগ্রাম বন্দরে নৌকা থেকে পা পিছলে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ ৪ দিন পর সীতাকুন্ড থেকে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ভাটিয়ারী সাগর উপকূলে পাওয়া যায় মরদেহটি।
মৃত যুবকের নাম এমরান হোসেন, তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের কৈতরা গ্রামে।
কুমিরা নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া বলেন, ‘মরদেহটি মূলত সাগর পাড়ে জোয়ারের সঙ্গে ভেসে আসে। দুপুরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের জানালে আমরা নৌপুলিশের সহায়তায় উদ্ধার করি। সেটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’
তিনি জানান, গত ১ এপ্রিল চট্টগ্রাম সমুদ্র বন্দরে ট্যাংকার থেকে বোটে উঠার সময় পা পিছলে সমুদ্রে পড়ে যান এমরান। মরদেহ পাওয়ার খবরে তার তার স্ত্রী ও ভাই গিয়ে তা এমরানের বলে শনাক্ত করেন।