বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বালু ইজারার নামে ফসলি জমি কাটার অভিযোগ

  •    
  • ৫ এপ্রিল, ২০২২ ১৪:১৩

পাউবো সৈয়দপুরের নির্বাহী প্রকোশলী কমল কৃষ্ণ রায় বলেন, ‘নদী গভীর করে খনন করা বা ফসলি জমি কাটার অনুমোদন নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। অভিযোগ সত্যি হলে ওই প্রতিষ্ঠানের জামানত বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নীলফামারী সদরের কচুকাটা ও কিশোরগঞ্জ উপজেলার চাড়াল কাঠা নদীর বালু ইজারা নেয়ার নামে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা ঠিকাদারি প্রতিষ্ঠান আনিছুর কনস্ট্রাকশনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, কচুকাটা ও কিশোরগঞ্জে চাড়াল কাঠা নদীর তীরের বালু আনিছুর ইনস্ট্রাকশন ইজারা নেয়। কিন্তু নির্ধারিত সীমানার বালু নেয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানটি পাশের চারটি ফসলি জমির মাটি কাটা শুরু করে।

স্থানীয়রা কয়েকবার বাধা দিলেও তারা মাটি কাটা অব্যাহত রাখলে উপায় না দেখে তারা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারী শাখায় লিখিত অভিযোগ জানান। তবে এ ঘটনায় পাউবো কোনো ব্যবস্থা নেয়নি বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয় সাজ্জাদ আলী বলেন, ‘নদীভাঙন রোধ করতে আমরা আমাদের ফসলি জমি ছেড়ে দিই। কিন্তু অবৈধভাবে তারা এখন আমাদের আবাদি জমি কেটে নিয়ে যাচ্ছে। এতে নদীভাঙনও বাড়বে।’

আঞ্জুয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেমেয়ে নেই, স্বামীও চলাচল করতে পারে না। সামান্য জমিতে আবাদ করে সংসার চালাই, এখন সেটুকুও নিয়ে গেল ওরা।

‘হাতে-পায়ে ধরছি, তাও কেউ দয়া করেনি। এখন ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।’

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান আনিছুর কনস্ট্রাকশনের মালিক আনিছুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

তবে পাউবো সৈয়দপুরের নির্বাহী প্রকোশলী কমল কৃষ্ণ রায় বলেন, ‘নদী গভীর করে খনন করা বা ফসলি জমি কাটার অনুমোদন নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। অভিযোগ সত্যি হলে ওই প্রতিষ্ঠানের জামানত বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর