খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও করার অভিযোগে এক ছাত্রকে পিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা।
ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে মঙ্গলবার ভোররাতে সাইক রহমান আবিরকে শনাক্ত করে পিটুনি দেয়া হয়।
আবির খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের ২০১৭ বর্ষের ছাত্র। তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের হেফাজতে রেখে চিকিৎসা দেয়ার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় লাগোয়া ইসলাম নগরের শাহ শিরীন সড়কের একটি ছাত্রী মেসে ওই ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও করেন আবির। এরপর ওই ছাত্রীকে নানা রকম হুমকি দেন। পরে মেসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পিটুনি দেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, ‘ভিডিও করার অভিযোগে শিক্ষার্থীরা ওই ছাত্রকে পিটিয়েছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করেছে।’
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, ওই ছাত্রকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।