লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে সোমবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের বিসমিল্লাহ সড়কে এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তিকুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৫৫ বছরের আবদুল গনি মোল্লা সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাসিন্দা ছিলেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের একটি খাবার হোটেলের বাবুর্চির কাজ করতেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, আবদুল গণি চন্দ্রগঞ্জের একটি মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বের হন। বিসমিল্লাহ সড়কের মাথায় গেলে একটি পিকআপভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, ‘এ ঘটনায় পিকআপভ্যানের চালক মো. মহসিনকে আটক করেছে পুলিশ। পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’