নড়াইলে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান মঙ্গলবার সকাল ১০টার দিকে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন মিলন পোদ্দার ও বদিয়ার রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমদাদুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৯ মার্চ রাতে নড়াইলের লোহাগড়া থানার কালনাঘাট এলাকায় নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের বাসে তল্লাশি চালায় পুলিশ। বাসচালক মিলনের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ মিলনকে আটক করলেও হেলপার বদিয়ার পালিয়ে যায়। পরে গাড়ির হাওয়া ট্যাংকের ওপর চ্যাসিসের সঙ্গে বাঁধা অবস্থায় দুইটি ব্যাগ থেকে ১২৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশ বাসচালক ও হেলপারকে আসামি করে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। বদিয়ারকেও গ্রেপ্তার করা হয়।
আইনজীবী ইমদাদুল জানান, আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।