বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতালে বিনা মূল্যে ইফতার-সেহরি

  •    
  • ৫ এপ্রিল, ২০২২ ১০:০৭

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখন সামাজিক কাজেও অংশ নিচ্ছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের কথা চিন্তা করে এ কার্যক্রম শুরু করা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগী ও স্বজনদের বিনা মূল্যে ইফতার ও সেহরির ব্যবস্থা করেছে সদর থানা পুলিশ।

সদর হাসপাতাল চত্বরে সোমবার বিকেল ৫টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

আয়োজক ওসি জানান, শুধু হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নয়, রোগীর স্বজনদের জন্যও দেয়া হবে ইফতার ও সেহরি সামগ্রী। সবার কথা চিন্তা করেই হাসপাতাল চত্বরে ইফতার ও সেহরির খাবারের দোকান বসানো হয়েছে। এ আয়োজন পুরো রোজার মাসেই চলবে।

তিনি আরও জানান, ‘ফ্রি ইফতার অ্যান্ড সাহরি শপ’ নামের এই দোকোনে শুধু অসহায় নয়, যেকোনো রোগী ও স্বজন বিনা মূল্যে পাবেন ইফতার ও সেহরি।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখন সামাজিক কাজেও অংশ নিচ্ছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের কথা চিন্তা করে এ কার্যক্রম শুরু করা হয়েছে।’

পুলিশের বিনা মূল্যে ইফতার-সেহরি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুজ্জামান টরিক, হাসপাতালের আবাসিক চিকিৎসক এ এস এম ফাতেহ আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনিসুজ্জামান লালন ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।

এ বিভাগের আরো খবর