বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাগরের বাসিন্দা হলো কাছিমের ৬৫ বাচ্চা

  •    
  • ৪ এপ্রিল, ২০২২ ২৩:৩৪

দীর্ঘদিন ধরেই কক্সবাজার দক্ষিণ বন বিভাগ, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এবং হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সরাসরি তত্ত্বাবধানে কাছিমের হ্যাচারিতে ডিম সংরক্ষণ করা হয়। পরে সেখানে ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দেয়া হয়।

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ৬৫টি কাছিমের বাচ্চা অবমুক্ত করেছে বন বিভাগ। কাছিমের এই বাচ্চাগুলো একটি সংরক্ষণবাদী সংস্থার হ্যাচারিতে জন্ম নিয়েছিল।

সোমবার দুপুরে কক্সবাজারের পেচারদ্বীপ সাগর পয়েন্টে ক্ষুদে কাছিমগুলোকে অবমুক্ত করা হয়।

বিষয়টি নিউজববাংলাকে নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম।

তিনি জানান, সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে আসছে ‘নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট’ (নেকম) নামে একটি সংস্থা। তাদের হ্যাচারিতেই জন্ম নিয়েছে কাছিমের বাচ্চাগুলো। সংস্থাটির কাছে আরও অন্তত ৫ হাজার ডিম সংরক্ষিত আছে।

ওই কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরেই কক্সবাজার দক্ষিণ বন বিভাগ, নেকম এবং হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সরাসরি তত্ত্বাবধানে কাছিমের হ্যাচারিতে ডিম সংরক্ষণ করা হয়। পরে সেখানে ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দেয়া হয়। নির্দিষ্ট সময় পর এসব বাচ্চাকে সাগরে অবমুক্ত করা হয়।

সোমবার বাচ্চাগুলো অবমুক্ত করার সময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, বন বিভাগের হিমছড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শোভন, নেকমের ডিপিডি শফিকুর রহমান, হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আয়াছুর রহমান।

এ বিভাগের আরো খবর