বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিযানে গিয়ে র‍্যাবের হাতেই আটক ‘র‍্যাব’

  •    
  • ৪ এপ্রিল, ২০২২ ২১:১৪

সোমবার বেলা ১১ টার দিকে হাজেমপাড়া এলাকায় র‍্যাব পরিচয় দিয়ে দুই যুবক অপারেশন চালাচ্ছেন- এমন খবর আসে র‍্যাবের কাছে। ঘটনাস্থলের গিয়ে র‍্যাবের সিপিসি-২ এর একটি দল দুইজনকে আটক করে।

কক্সবাজারের উখিয়ায় ‘অভিযানে’ যাওয়া দুই ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে র‍্যাব।

উখিয়ার রাজাপালংয়ের হাজেমপাড়া এলাকা থেকে সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

তারা হলেন আল আমিন ও ফয়েজ উদ্দিন। ৩৩ বছরের আল আমিনের বাড়ি নরসিংদীর মাধাবদীতে। আর ১৯ বছরের ফয়েজ বান্দরবান জেলার লামা থানার বাসিন্দা।

এসব তথ্য সোমবার বিকেলে নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিটি-২ কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মেহেদী।

তিনি জানান, সোমবার বেলা ১১ টার দিকে হাজেমপাড়া এলাকায় র‍্যাব পরিচয় দিয়ে দুই যুবক অপারেশন চালাচ্ছেন- এমন খবর আসে র‍্যাবের কাছে। ঘটনাস্থলের গিয়ে র‍্যাবের সিপিসি-২ এর একটি দল তাদের আটক করে।

তিনি আরও জানান, তাদের মধ্যে আল আমিন নিজেকে ডিআইজি ও ফয়েজ নিজেকে র‍্যাবের মেজর পরিচয় দিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। আটকের পর ওই এলাকায় তাদের ভাড়া বাসা থেকে হাতিয়ে নেয়া ২ হাজার ১০০ টাকা, পিস্তলের আদলে তৈরি লাইটার, একটি ছোরা ও র‍্যাবের দুটি ভুয়া জ্যাকেট জব্দ করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে উখিয়ার এসব এলাকায় প্রতারণা করে আসছিল চক্রটি। এ চক্রের আরও সদস্য আছে, যাদের চিহ্নিত করা হয়েছে। তাদেরও আটক করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়েজ ও আল আমিন প্রতারণার কথা স্বীকার করেছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মঞ্জুর। তাদের নামে মামলা দিয়ে উখিয়া থানায় পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর