পঞ্চগড়ের বোদায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে উল্টে নিহত হয়েছেন আরোহী মো. আব্দুল্লাহ। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকার দুই জন।
তারা তিন জন বোদার পশ্চিত তুলসি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
উপজেলার বোদা-পাঁচপীয় সড়কের বলরামহাট এলাকায় সোমবার বিকেলে এই দুর্ঘটনা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, আল-আমিন ও লিটন হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সোমবার বিকেলে মাদ্রাসার ওই তিন শিক্ষক মোটরসাইকেলে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে বলরামহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে গিয়ে ধাক্কা দিয়ে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত অবস্থায় তিনজনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বড় করিতপুর কামার পাড়া গ্রামে বলে জানান ওসি।