খুলনায় বহুল আলোচিত মডার্ন সি ফুডের ম্যানেজার উজ্জল কুমার সাহাকে হত্যার দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
খুলনা মহানগর দায়রা জজ আদালতে সোমবার দুপুরে এই রায় দেন বিচারক শহীদুল ইসলাম।
সাজা পাওয়া আসামিরা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান স্টারলিং এবং আরিফুল হক সজল, নাহিদ রেজা রানা ওরফে রানা ওরফে লেজার রানা, ডালিম শিকদার ওরফে আমির শিকদার ডালিম ও সজল মোল্লা।
মামলার অন্য ৪ আসামিকে খালাস দিয়েছেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কে এম ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১২ সালের ৭ জুন সকালে নগরীর সামছুর রহমান রোডে মেয়ের স্কুলের সামনে হামলার শিকার হন উজ্জল কুমার। তাকে স্থানীয়রা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই সুমন কুমার সাহা পরে খুলনা থানায় হত্যা মামলা করেন। হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রিমান্ডে মামুন হত্যার দায় স্বীকার করেন। মূল পরিকল্পনাকারীর নামও তিনি জানান। তবে পুলিশের তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান স্টারলিংয়ের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বাদী পক্ষ আদালতে নারাজি দিলে ২০১৪ সালের ১৩ জানুয়ারি মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয় আদালত। পরে সিআইডির তদন্ত কর্মকর্তাও মেহেদী হাসানের নাম বাদ দিয়ে দ্বিতীয় দফায় আদালতে অভিযোগপত্র দেন।
২০২০ সালের ১৪ ডিসেম্বর খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের আদেশে মামলাটির দেয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই)। পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম তদন্তে বের করেন উজ্জল হত্যায় মেহেদীর সংশ্লিষ্টতা। মেহেদীর মাদকসেবনের বিষয়টি জেনে গিয়েছিলেন উজ্জল। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন মেহেদী।
তাকে অভিযুক্ত করে ২০২১ সালের ২ আগস্ট আদালতে ৯ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট জমা দেয় পিবিআই।