ফরিদপুরের ভাঙ্গায় এক নারী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
ভাঙ্গা থানায় পাঁচজনকে আসামি করে তিনি সোমবার বেলা ১১টার দিকে এ মামলা করেন।
আসামিরা হলেন রুবেল শেখ, শাহীন কাজী, সাব্বির কাজী, রাকিব খান ও হাসিবুল ভূঁইয়া।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চার বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে ওই নারী তার এক ছেলে ও মেয়েকে নিয়ে বাবার বাড়ি থাকেন। গত ২৮ মার্চ তিনি পাশের গ্রামে শ্বশুরবাড়িতে যান। ফিরতে সন্ধ্যা হয়ে গেলে স্থানীয় দুই যুবককে সঙ্গে নেন।
পথে পাঁচজন যুবক তাদের আটকে ওই দুই যুবককে মারধর করেন এবং ওই নারীকে ধর্ষণ করেন।
সকালে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের তিনি সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি জানান।
ওসি সেলিম বলেন, ‘রোববার বিকেলে ওই নারী থানায় এসে অভিযোগ জানান। তাকে রাতে থানা হেফাজতে রাখা হয়। বেলা ১১টার দিকে তার অভিযোগ মামলা হিসেবে নেয়া হয় এবং তাকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে আদালতে পাঠানো হবে।
‘তিনি মামলায় যাদের আসামি করেছেন তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’