সিয়াম সাধনার মাস রমজানজুড়ে পথচারীদের মধ্যে ইফতারি বিতরণ করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ইফতারি বিতরণের এই কর্মসূচির উদ্বোধন করা হয় প্রথম রোজার দিন রোববার।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইফতারি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
ওই সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও নাইয়ার আজম, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় রমজানে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ১২টি ট্রাফিক পয়েন্টে লক্ষাধিক পথচারী রোজাদারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হবে।