সংগঠনটির মহাসচিব এস এম সোহরাব হোসেন বলেন, ‘অসহায়দের মাঝে বিনা মূল্যে ডিম বিতরণ করতে খুলনা মহানগর ও উপজেলাগুলোর বিভিন্ন স্থানে আমাদের ভ্রাম্যমাণ গাড়ি থাকবে। সেখান থেকে পুষ্টিকর ডিম বিনা মূল্যে নিতে পারবেন তারা। অথবা তারা আমার মোবাইল নম্বরে (০১৭১১ ৩৬১১৯৪) যোগাযোগ করলে ডিম পৌঁছে দেব।’
রমজানে অন্ধ, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায়দের মাঝে বিনা মূল্যে সিদ্ধ ও কাঁচা ডিম বিতরণ করবে খুলনা মহানগর পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি।
বোববার বিকেলে সংগঠনটির মহাসচিব এস এম সোহরাব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘অসহায়দের মাঝে বিনা মূল্যে ডিম বিতরণ করতে খুলনা মহানগর ও উপজেলাগুলোর বিভিন্ন স্থানে আমাদের ভ্রাম্যমাণ গাড়ি থাকবে। সেখান থেকে পুষ্টিকর ডিম বিনা মূল্য নিতে পারবেন তারা।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো রোজাদার মুসলিম রমজান মাসে ডিম ক্রয় করে খেতে না পারেন, তবে তাদের আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।
‘অথবা তারা আমার মোবাইল নম্বরে (০১৭১১ ৩৬১১৯৪) যোগাযোগ করলে ডিম পৌঁছে দেব।’