বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রিসে পণ্য রপ্তানির আড়ালে অর্থ পাচারের চেষ্টা

  •    
  • ৩ এপ্রিল, ২০২২ ২০:০০

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিষয়টি জানতে পেরে চালানটির কায়িক পরীক্ষা করে। এতে ঘোষণার অতিরিক্ত ১৮ হাজার ২১৫ পিস পণ্য পাওয়া যায়।

গ্রিসে ২২ হাজার ৯৫৩ পিস তৈরি পোশাকপণ্য রপ্তানির মিথ্যা ঘোষণা দিয়ে ৪১ হাজার ১৬৮ পিস পণ্যের চালান পাঠানোর সময় তা জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ পণ্যের চালানের আর্থিক মূল্য ১৮ লাখ ৫৩ হাজার ৫২৭ টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে চালানটি রপ্তানির মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা পাচারের চেষ্টা করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার দক্ষিণ খানের এইচএম ফ্যাশন ওয়্যার।

রোববার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার আহসান উল্লাহ।

তিনি বলেন, অগ্রণী ব্যাংকের মাধ্যমে এলসি করে প্রতিষ্ঠানটি। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে নিয়োজিত ছিল মিম ইন্টারন্যাশনাল। গ্রিসে চালানটি রপ্তানির জন্য এছাক ব্রাদার্স ডিপোতে কনটেইনারে পণ্য বোঝাই করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিষয়টি জানতে পেরে চালানটির কায়িক পরীক্ষা করে। এতে ঘোষণার অতিরিক্ত ১৮ হাজার ২১৫ পিস পণ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন, অর্থ পাচার করতে মিথ্যা ঘোষণা দেয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে কাস্টমস আইন-১৯৬৯ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর