ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ায় অভিযোগ পাওয়া গেছে।
রোববার বেলা ১টা থেকে ২টার মধ্যে ওই নম্বর থেকে ফোন করে সদর উপজেলার রামরাইল, সাদেকপুর ও সুহিলপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বিভিন্ন প্রকল্পের জন্য টাকা দিতে বলা হয়।
এ বিষয়টি জানিয়ে রোববার দুপুরে ইউএনও ইয়ামিন হোসেন ‘উপজেলা প্রশাসন সদর’ নামে ব্রাহ্মণবাড়িয়ার একটি ফেসবুক পেজে স্ট্যাটাস দেন।
এতে বলা হয়, ‘উপজেলা নির্বাহী অফিসার- সদর দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’
ইউএনও ইয়ামিন হোসেন নিউজবাংলাকে বলেন, ‘রোববার দুপুরে রামরাইল ইউনিয়নের মশিউর রহমান সেলিমের কাছে আমার নাম করে ৪০ হাজার টাকা চাওয়া হয়। পরে সে বিকাশে টাকা দিয়ে দেয়। তা ছাড়া সাদেকপুর, সুহিলপুরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন কারণে আমার নাম করে টাকা চাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি বিব্রত। আমার নম্বর ক্লোন করে কলগুলো করা হয়েছে। বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকতে বলেছি। এর আগেও আমার নম্বর ক্লোন হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’