বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহজালাল বিমানবন্দরে মশা ও লার্ভার ঘনত্ব নির্ণয়ের নির্দেশ

  •    
  • ৩ এপ্রিল, ২০২২ ১৯:৩৬

সিএএবি’র আইনজীবী সাইফুর রাশেদ আদালতে একটি প্রতিবেদন দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ শাখা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মিলে নেয়া মশা নিয়ন্ত্রণ কর্মসূচির সেই প্রতিবেদনে ২০১৯ সালের জুনে সর্বশেষ বিমানবন্দরের ভেতরে-বাইরে মশা ও লার্ভা নির্ণয়ের সমীক্ষা চালানো হয়েছে। এ প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, দুই মাস পর পর বিমানবন্দরের ভেতরে-বাইরে এ সমীক্ষা তারা চালাবেন। গত তিন বছরে আর কোনো সমীক্ষা হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে-বাইরে মশা ও লার্ভার ঘনত্ব নির্ণয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে আগামী ৮ জুন পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ। অন্যদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পক্ষে শুনানি করেন আইনজীবী আইনজীবী সাইফুর রাশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘২০১৯ সালে রিটে গত ফেব্রুয়ারিতে একটি সম্পূরক আবেদন করেছিলাম। সেই সম্পূরক আবেদনের শুনানির পর আদালত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিএএবি’র চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদেশ বাস্তবায়নের একটি প্রতিবেদনও দাখিল করতে বলেছিলেন আদালত।’

সিএএবি’র আইনজীবী সাইফুর রাশেদ আদালতে একটি প্রতিবেদন দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ শাখা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মিলে নেয়া মশা নিয়ন্ত্রণ কর্মসূচির সেই প্রতিবেদনে ২০১৯ সালের জুনে সর্বশেষ বিমানবন্দরের ভেতরে-বাইরে মশা ও লার্ভা নির্ণয়ের সমীক্ষা চালানো হয়েছে।

এ প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, দুই মাস পর পর বিমানবন্দরের ভেতরে-বাইরে এ সমীক্ষা তারা চালাবেন। কিন্তু গত তিন বছরে আর কোনো সমীক্ষা হয়নি। ফলে বিমানবন্দরে এখন মশার ঘনত্ব কত আমরা কেউ জানি না। এর সঙ্গে আমাদের জাতীয় ভাবমূর্তী জড়িত। যে কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে-বাইরে মশা ও লার্ভার ঘনত্ব কত সেটি নির্ণয়ের জন্য আদালত সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ৩ মার্চ হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। ওই রিটে প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ১২ মার্চ রুল দেয় হাইকোর্ট। রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শণার্থীসহ অন্যদের মশার উপদ্রব থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়।

এ রুলটি বিচারাধীন। এরই মধ্যে বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। সেসব প্রতিবেদন যুক্ত করে গত ফেব্রুয়ারিতে ফের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা দিতে সম্পূরক আবেদন করেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।

এরপর গত ২০ ফেব্রুয়ারি সেই আবেদনের শুনানি নিয়ে আদালত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালত নির্দেশ মোতাবেক প্রতিবেদন আদালত উপস্থাপন করা হলে নতুন করে আদালত আজকে এ আদেশ দেয়।

এ বিভাগের আরো খবর