বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এটি বাংলাদেশের লজ্জা: সুবর্ণা মোস্তফা

  •    
  • ৩ এপ্রিল, ২০২২ ১৬:০৮

‘দেশের সংবিধানের কোন আইনে লেখা আছে একজন নারী টিপ পরতে পারবে না? যেকোনো ধর্ম, সে বিবাহিত না অবিবাহিত যাই হোক সেটা তার অধিকার।’

টিপ পরায় তেজগাঁও কলেজের এক শিক্ষিকাকে পুলিশ কর্মকর্তার উত্ত্যক্ত করা ও প্রাণহানির হুমকি দেয়ার অভিযোগ ওঠায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা। তিনি সন্দেহভাজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘টিপ পরা না পরা নারী সমাজের অধিকার, তা নিয়ে দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ইভ টিজিং বা কুকথা বাংলাদেশের তথা নারী সমাজের জন্য একটি লজ্জাজনক ঘটনা। তা তিনি হিন্দু, মুসলিম বা বৌদ্ধ বা খ্রিষ্টান, যে ধর্মের নারীই হোন না কেন।’

রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বক্তব্য রাখেন সংসদীয় নারী আসনের এই সদস্য।

শনিবার রাজধানীর তেজগাঁও কলেজের এক শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন, তিনি টিপ পরে হেঁটে যাওয়ার সময় রাজধানীর ফার্মগেট এলাকায় এক পুলিশ সদস্যের কটূক্তির শিকার হয়েছেন।

সেই পুলিশ কর্মকর্তা একটি মোটরসাইকেলে বসেছিলেন। সেই বাইকের নম্বর উল্লেখ করে শিক্ষিকা জানিয়েছেন, তিনি প্রতিবাদ করার পর তার গায়ে বাইক তুলে দেয়ার চেষ্টা করেছেন।

সুবর্ণা মোস্তফা বলেন, ‘ওই কলেজশিক্ষিকাকে যে পুলিশ সদস্য ইভ টিজিং ও কুৎসিত ভাষায় গালাগাল দিয়েছেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, দেশের সংবিধানের কোন আইনে লেখা আছে একজন নারী টিপ পরতে পারবে না? যেকোনো ধর্ম, সে বিবাহিত না অবিবাহিত যাই হোক সেটা তার অধিকার।

যে মন্ত্রণালয় বা বিভাগের বিষয়টির দেখার কথা, তারা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে জোরালো পদক্ষেপ নেয়, সেটি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।

সুবর্ণা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সব সময় বলেন, মানুষ আগে, সবাই সমান, মানুষের অধিকার সবার আগে। বঙ্গবন্ধু জাতির পিতা বলেছেন, মানুষকে ভালোবাসতে হবে, তার কথা বলার অধিকার, তার জীবন যাপনের অধিকার, তার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী কথাগুলোর মর্মার্থ অনুযায়ী ব্যবস্থা নেবে।’

এ বিভাগের আরো খবর