বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে ফুটপাতে ইফতারি তৈরি-বিক্রিতে নিষেধাজ্ঞা

  •    
  • ৩ এপ্রিল, ২০২২ ১৩:৪৩

মো. বকতিয়ার নামের এক দোকানি বলেন, ‘পুলিশ তো সবসময় আমাদের দৌড়ায়। এখানে বসতে দিবে না বলছে, কিন্তু আমাদের তো ব্যবসা করতে হবে। মানুষেরও তো কিনতে হবে।’

রমজানে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ফুটপাতে ইফতারি তৈরি ও বিক্রি করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহাদাত হোসেন রাসেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোজাদাররা যাতে দৈনন্দিন স্বাভাবিক কাজ নির্বিঘ্ন ও নিরুপদ্রবভাবে পালন করতে পারেন সে জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) শাহাদাত হোসেন রাসেল রোববার দুপুরে এই বিষয়ে নিউজবাংলাকে বলেন, ‘পথচারী এবং গণপরিবহন চলাচল সহজ করতে এরকম নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদমাধ্যম ও সিএমপির সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করা হয়েছে। তা ছাড়া সিএমপির অন্তর্ভুক্ত সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে, তারাও নিজ নিজ থানা এলাকায় বিভিন্নভাবে প্রচার করেছেন।’

নির্দেশনা না মানলে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দেশ অমান্য করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে এটা নির্ভর করবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ওপর। উনি পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নিতে পারবেন।’

নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় ফুটপাতে ইফতার বিক্রির প্রস্তুতি নিচ্ছেন মো. বকতিয়ার নামের এক দোকানি। তার কাছে পুলিশের নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ তো সবসময় আমাদের দৌড়ায়। এখানে বসতে দিবে না বলছে, কিন্তু আমাদের তো ব্যবসা করতে হবে। মানুষেরও তো কিনতে হবে।’

এ বিভাগের আরো খবর