বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চৈত্রে পৌষের অনুভূতি

  •    
  • ৩ এপ্রিল, ২০২২ ১০:৩৩

শহরের কায়েতপাড়া এলাকার শমসের আলী বলেন, ‘কয়েক দিন ধরে চৈত্র মাসের সকালেও শীতকালের মতো কুয়াশা দেখা যাচ্ছে। সকালে ভালোই ঠান্ডা লাগছে। চৈত্র মাসে পৌষের আমেজ পাওয়া যাচ্ছে।’

চৈত্রের তাপে অতিষ্ঠ মানুষ। সকাল থেকেই কড়া রোদ। একটু ছায়া আর শীতল বাতাসের জন্য আকুতি মানুষের মাঝে।

দেশের অধিকাংশ জায়গার পরিস্থিতি এমন হলেও পঞ্চগড়ের আবহাওয়া বেশ আলাদা। কয়েক দিন ধরে এখানে যেন বসন্তের বদলে জায়গা করে নিয়েছে মৃদু শীতকাল।

সকালে সূর্য উঠলেও দিনের বেশির ভাগ সময় আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। বয়ে যাচ্ছে শীতল হাওয়া। মাঝেমধ্যে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছে। শেষ বিকেলের পর অনেককেই দেখা যাচ্ছে চাদরমুড়ি দিয়ে ঘুরতে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবহাওয়ায় এমন পরিবর্তন বলে মনে করছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি। তার আগের দিন সর্বনিম্ন ২১ দশমিক ৯ ডিগ্রি ও সর্বোচ্চ ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শহরের কায়েতপাড়া এলাকার শমসের আলী বলেন, ‘কয়েক দিন ধরে চৈত্র মাসের সকালেও শীতকালের মতো কুয়াশা দেখা যাচ্ছে। সকালে ভালোই ঠান্ডা লাগছে। চৈত্র মাসে পৌষের আমেজ পাওয়া যাচ্ছে।’

ডোকরোপাড়া এলাকার রাবেয়া বেগম জানান, দিনের বেলা কিছু সময়ের জন্য ফ্যান চালালেও রাতে বন্ধ রাখতে হচ্ছে। কম্বল-চাদর গায়ে জড়াতে হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে জ্বর-সর্দিতে ভুগছে শিশুরা।

সন্ধ্যার পর গরম কাপড় না পরে মোটরসাইকেল চালানো যাচ্ছে না বলে জানান এনজিওকর্মী মো. রাশেদুজ্জামান।

অনেকে আবার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন। চৈত্রের খরতাপে না পুড়ে আরামদায়ক আবহাওয়ায় দৈনন্দিন কাজকর্ম করছেন। সেই সঙ্গে কম গরমে রোজা রাখতেও সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

তবে কৃষিতে এই আবহাওয়ার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘এখন যে আবহাওয়া তাতে গম মাড়াইয়ের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে। পাশাপাশি এই অঞ্চলে চলতি মৌসুমের প্রধান ফসল কাঁচা মরিচ, ভুট্টা, শসা, তরমুজসহ অন্যান্য ফসলের ফলনেও ব্যাঘাত ঘটবে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পশ্চিমা লঘুচাপের কারণে দিনের বেলা শীতল বাতাস প্রবাহিত হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও আছে। বৃষ্টি হলে দুই-এক দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে।

এ বিভাগের আরো খবর