বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩ শিক্ষার্থী‌কে বহিষ্কারের সুপা‌রিশ

  •    
  • ৩ এপ্রিল, ২০২২ ০০:২০

অধ‌্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘প্রত্যয়ন পত্র নেয়া‌কে কেন্দ্র করে অফিস সহকারী শহিদুলকে মারধর করেছে কয়েকজন বখাটে। তাদের শনাক্ত করে মামলা হয়েছে। আর তিনজনকে বহিস্কারের সুপারিশ বোর্ডে পাঠিয়েছি।’

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অফিস সহকারীকে মারধরের ঘটনায় কর্তৃপক্ষ ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপা‌রিশ করেছে।

শিক্ষার্থীরা হলেন- সৈয়দ শাহারুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম ও তানভীর সানি।

মারধরের এ ঘটনায় ইনস্টিটিউটের উচ্চমান অফিস সহকারী শহিদুল ইসলাম তিন শিক্ষার্থীসহ কয়েকজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন।

অভিযোগে তিনি বলেন, ‘বুধবার আমি নিজের রুমে বসে কাজ করছিলাম। রফিকুল ইসলাম নামের একজন ছাত্র সেখানে পৌঁছে প্রত্যয়ন পত্র চাইলে আমি তাকে বলেছি এটা আমার কাজ নয়, প্রিন্সিপাল স্যার দেবেন।

‘তাকে ছাত্রলীগ নেতা সৈয়দ শাহরুল ইসলাম পাঠিয়েছেন জানিয়ে রফিকুল প্রত্যয়নের জন্য চাপ সৃষ্টি করেন। আবারও আমি প্রত্যয়ন দেয়ার এখ‌তিয়ার আমার নেই বলে জানালে তিনি তখন চলে যান। কিছুক্ষণ পর রফিকুল, শাহরুল, তানভির, টিপুসহ ৭/৮জন রুমে এসে আমাকে বেধড়ক মারধর করেন।’

ঘটনার পরদিন শহিদুল মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ‌্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন জানান, প্রাথমিক তদন্তের পর ৩ ছাত্রকে বহিষ্কারের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সুপারিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘প্রত্যয়ন পত্র নেয়া‌কে কেন্দ্র করে অফিস সহকারী শহিদুলকে মারধর করেছে কয়েকজন বখাটে। তাদের শনাক্ত করে মামলা হয়েছে। আর তিনজনকে বহিস্কারের সুপারিশ বোর্ডে পাঠিয়েছি।’

কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে আসামিদের গ্রেপ্তার করা যায়নি।’

এ বিভাগের আরো খবর