মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মশারি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জাতিসংঘ শিশুপার্ক থেকে শনিবার দুপুরে মশারি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাতরাস্তা মোড়ের শহীদ ডা. মিলন চত্বরে শেষ হয়। সেখানে সংরক্ষিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, হাবিব হোসেনসহ আরও অনেকে।
এ সময় আ ফ ম মহসীন বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট হয়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এ অবস্থায় মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুত-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা ও দুর্নীতি বন্ধের ওপর জোর দিতে হবে।
এ ব্যাপারে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।