নোয়াখালীর কবিরহাটে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
উপজেলার সোন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করেন নারী-পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ। এ সময় তারা কবিরহাট-মাইজদী সড়ক অবরোধ করে স্থানীয় মাহবুবুল আলম দুলালের কুশপুত্তলিকা দাহ করেন।
৭০ বছর বয়সী মাহবুবুল আলমের বিরুদ্ধেই হয়রানির অভিযোগ উঠেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মাহবুবুল।
বড় রামদেবপুর গ্রামের মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, মৃত খুরশিদ আলমের ছেলে মাহবুবুল আলম নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। তার এক ছেলে পুলিশের উপপরিদর্শক ও মেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হওয়ায় এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করেন। তিনি কেউ মাছের প্রজেক্ট করলে তার কাছ থেকে চাঁদা দাবি, অন্যের জায়গা দখল, তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী দিয়ে মারধর করেন।
তিনি বলেন, বিভিন্ন সময় মানুষের নামে হয়রানিমূলক মামলা করেছেন দুলাল। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি।
এ বিষয়ে মাহবুবুল আলম দুলাল বলেন, সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে। যারা মানববন্ধন করেছে তাদের বেশির ভাগই ভিন্ন এলাকার মানুষ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মানববন্ধন হওয়ার পর বিষয়টা আমি জেনেছি। তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’