বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিপু হত্যা: ওমর ফারুককে আ.লীগ থেকে বহিষ্কার

  •    
  • ২ এপ্রিল, ২০২২ ১৭:৪৪

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ নিউজবাংলাকে বলেন, ‘মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।’

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টিপু হত্যায় অভিযুক্ত ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওমর ফারুক মতিঝিল থানার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ নিউজবাংলাকে বলেন, ‘মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।’

টিপু হত্যার নেপথ্য কারিগর হিসেবে ওমর ফারুকের নাম উঠে এসেছে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচা বাজারসংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় পরের দিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন।

এ বিভাগের আরো খবর