বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সানোফি বাংলাদেশ এখন থেকে সিনোভিয়া ফার্মা

  •    
  • ২ এপ্রিল, ২০২২ ১৭:০৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, সানোফি বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক বায়োফার্মাসিটিক্যালস কোম্পানি সানোফি এসএর অঙ্গপ্রতিষ্ঠান। ২০২১ সালের ১ অক্টোবর বেক্সিমকো ফার্মা কোম্পানিটির ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে অধিগ্রহণ করে। শেয়ার ক্রয় নীতিমালা ও বিক্রেতা কোম্পানির সঙ্গে চুক্তির শর্ত মেনে নাম পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়েছে।

সানোফি বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে সাইনোভিয়া ফার্মা পিএলসি করা হয়েছে।

শুক্রবার থেকে সানোফির এই নতুন নাম কার্যকর করা হয়। গত বছরের অক্টোবরে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানিটি অধিগ্রহণ করে।

শনিবার দুপুরে বেক্সিমকো ফার্মার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সানোফি বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক বায়োফার্মাসিটিক্যালস কোম্পানি সানোফি এসএর অঙ্গপ্রতিষ্ঠান। ২০২১ সালের ১ অক্টোবর বেক্সিমকো ফার্মা কোম্পানিটির ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে অধিগ্রহণ করে। শেয়ার ক্রয় নীতিমালা ও বিক্রেতা কোম্পানির সঙ্গে চুক্তির শর্ত মেনে নাম পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়েছে।

বেক্সিমকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান বলেন, ‘সানোফি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অংশীদারত্ব অধিগ্রহণের পর থেকে আমরা এর ক্রেতা ও পণ্যগুলো একীভূতকরণে গুরুত্ব দিই। সাইনোভিয়া ফার্মায় নাম পরিবর্তন এই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

‘আগামীতে সাইনোভিয়া ফার্মা বিশ্বমানের পণ্য উৎপাদন এবং সরবরাহ অব্যাহত রেখে এর দীর্ঘ ব্যবসায়িক সুনাম অক্ষুণ্ন রাখবে বলে আশা করি। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজারে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা ও যুগান্তকারী থেরাপিগুলো সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জন এবং বেক্সিমকো ফার্মার দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনোভিয়া ফার্মা আগের মতোই সানোফি এসএর পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং আমদানি অব্যাহত রাখবে। এ ছাড়া বাংলাদেশে কার্ডিওলজি, ডায়াবেটিস, অনকোলজি, ডার্মাটোলজি এবং সিএনএসের মতো বিভিন্ন থেরাপিউটিক গ্রুপের ওষুধ সরবরাহ নিশ্চিত করবে।

সানোফির নতুন এবং যুগান্তকারী থেরাপিগুলো আগামীতে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে বাজারজাত করার মাধ্যমে সাইনোভিয়া বেক্সিমকো ফার্মার ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের আরো খবর