বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

  •    
  • ২ এপ্রিল, ২০২২ ১৩:৫৭

মির্জাখীল দরবার শরিফের পিরজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফে রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়ে শনিবার থেকে প্রথম রোজা শুরু করেছি।’

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে শুরু হয়েছে মাহে রমজান। এসব গ্রামের মানুষ প্রথম রোজা রাখার উদ্দেশ্যে শুক্রবার রাতে এশার নামাজের পর তারাবিহ আদায় করেছেন, ভোররাতে খেয়েছেন সাহরি।

এই গ্রামগুলোতে বরাবরই দেশের নির্ধারিত সময়সূচির এক দিন আগে রোজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেই হিসাবে সেখানে ঈদুল ফিতরও আসে এক দিন আগে।

চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই রীতি বলে জানা গেছে। এখানকার প্রায় ৫০টি গ্রামের মানুষ শনিবার থেকেই প্রথম রোজা রাখা শুরু করেছেন।

মির্জাখীল দরবার শরিফের অনুসারী ও চট্টগ্রাম সেন্ট্রাল শপিং সেন্টারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘আমরা আজ থেকে সৌদি আরবের নিয়মে রোজা পালন করছি। আমরা সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারী। সারা দেশে আমরা যারা অনুসারী আছি, তারা সবাই সৌদি আরবের নিয়মে রোজা, ঈদ, কোরবানি পালন করি। যুগ যুগ ধরে এভাবেই পালন করা হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৫০টি গ্রামে এভাবে রোজা পালন হয়।’

মির্জাখীল দরবার শরিফের পিরজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফে রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়ে শনিবার থেকে প্রথম রোজা শুরু করেছি।’

চন্দনাইশের কাঞ্চননগর, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর আব্বাসপাড়া, পূর্ব এলাহাবাদ, মাইজপাড়া, ছৈয়দাবাদ, হাশিমপুর খুনিয়া পাড়া, পৌরসভার দক্ষিণ হারলা, সাতবাড়ীয়া, বরমা, বাইনজুরী, কেশুয়া, কানাইমাদারী, দক্ষিণ হাশিমপুর বড়পাড়া, ধোপাছড়ি, পটিয়ার হাইদগাঁও, মংলারপাড়া, বাহুলী, কালারপুল, খরনা, সিয়ানপাড়া, বাথুয়া, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, লিচুবাগান, কুলুশিয়া, মদুনাঘাট, সাতকানিয়ার বাজালিয়া, ফকিরপাড়া, কেওচিয়া, মির্জারখীল শাহপুর, ঢেমশা, চরতী, বাঁশখালীর গুণাগুরী, মইশ্যাপাড়া, গুয়াজরপাড়া, কালীপুর, আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমছড়া, লোহাগাড়ার বড়হাতিয়া, সীতাকুণ্ডের রহমতপাড়া, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড এবং হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামের মুসলিম ধর্মাবলম্বীরা আজ থেকে রোজা রেখেছেন।

এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরিফের মুরিদরাও আজ থেকে রোজা রাখছেন।

এ বিভাগের আরো খবর