কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশনে বসেছে বিএনপি। এতে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও সংহতি জানাতে এসেছেন।
কর্মসূচিতে দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলকে পৌঁছে দিতে এসে তিন কর্মী মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।
দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনা সত্যি। ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল জনশক্তি আমাদের তিনজন জনশক্তির ওপরে চড়াও হয়েছিল।
‘এতে তিনজন আহত হয়েছে। তাদের অনেক জায়গায় কেটে গেছে, তবে এই মুহূর্তে আমি তাদের নাম বলতে পারছি না।’
এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার অনশনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি। এতে উপস্থিত আছেন জামায়াত নেতা বুলবুল।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্তের বিএনপির নেতা-কর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া অনশন চলবে বিকেল ৩টা পর্যন্ত। কর্মসূচি শুরু হয় এক ঘণ্টা পর। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বিএনপির মিত্রদের মধ্যে অনশনে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
প্রতীকী এ অনশনে সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
অনশনের কারণে পল্টন-প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিএনপি, অঙ্গ, সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মীরা মূল সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।