বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোন ভাষায় কীভাবে রমজানের শুভেচ্ছা

  •    
  • ২ এপ্রিল, ২০২২ ১০:৫৫

আরবিতে রমজান উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘রামাদান কারিম’। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনারব দেশ তুরস্কে একই বার্তা দেয়া হয় ‘রমাজান এইনেজ মুবারেক ওলসুন’ বলে।

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস রমজান। শনিবার চাঁদ দেখা গেলে রোববার থেকে রোজা শুরু হবে বাংলাদেশে।

রোজার শুরুতে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছা জানাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বিভিন্ন ভাষায় সে শুভেচ্ছা বার্তা কীভাবে জানানো হয়, তা তুলে ধরা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে

এতে বলা হয়, ইংরেজিতে ‘রামাদান মুবারক’ বলে জানানো হয় রোজার শুভেচ্ছা। উজবেক ভাষায় সেটি ‘রমাজন ওয়ি মুবোরাক বোলসিন’।

থাই ভাষায় রমজানের শুভেচ্ছা জানানো হয় ‘রামাদন খালিম’ বলে। সেনেগাম্বিয়ান ভাষা ফুলায় বলা হয় ‘রমজান মুবারক’।

আরবিতে রমজান উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘রামাদান কারিম’। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনারব দেশ তুরস্কে একই বার্তা দেয়া হয় ‘রমাজান এইনেজ মুবারেক ওলসুন’ বলে।

ফরাসি ভাষায় রমজানের শুভেচ্ছা জানাতে গিয়ে আরবির মতো বলা হয়, ‘রামাদান কারিম’। উর্দুতে শুভেচ্ছায় বলা হয় ‘রমজান মুবারক’। আফগানিস্তানের দাপ্তরিক ভাষা পশতুতে সেটি ‘রোজা মুবারিক শাহ’।

সোমালি ভাষায় রোজা শুরুর বার্তা দেয়া হয় ‘সুন ওয়ান আক্সুন’ বলে। স্প্যানিশে সেটি ‘ফেলিজ রামাদান’।

বাংলায় ‘রমজান মুবারক’ বলে রমজানের শুভেচ্ছা জানানো হয়, তবে গত কয়েক বছর ধরে অনেকে আরবি উচ্চারণের সঙ্গে মিল রেখে রামাদানও বলছেন।

এ বিভাগের আরো খবর