রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার ‘মাস্টারমাইন্ড ও টিপুকে অনুসরণকারী’সহ চার জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
তাদের রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার রাতে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
শনিবার বেলা সাড়ে ১১টায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
নতুন করে চার জনকে গ্রেপ্তার করায় মামলাটিতে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
২৬ মার্চ রাতে বগুড়া থেকে শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে মাসুম রিমান্ডে রয়েছেন।
এ ছাড়া ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার অস্ত্রসহ আরফান উল্লাহ দামাল নামের একজনকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি পুলিশ। তাকে শুক্রবারই এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় পরের দিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।