সুন্দরবনের কটকা এলাকায় আবারও বাঘের দেখা পয়েছেন পর্যটকরা।
বৃহস্পতিবার কটকা খালের পাড়ে গাছের ডালে বাঘ দেখেন ১০ পর্যটক।
ফরিদী নুমান নামে এক পর্যটক বলেন, ‘আমরা কয়েকজন লঞ্চে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম। বৃহস্পতিবার লঞ্চ থেকে নেমে ট্রলারে বনের কটকা এলাকায় একটি খালের মধ্যে ঢুকি। এ সময় গাছের ডালে একটি বাঘ দেখতে পাই।’
এর আগে ১২ মার্চ সুন্দরবনের ছিটা কটকা খালপাড়ে একসঙ্গে চারটি বাঘ দেখেছিলেন পর্যটকরা। তাদের সঙ্গে ছিলেন সুন্দরবন হলিডেজের ট্যুর গাইড শাহ ইলিয়াস বিন আজাদ তাপস।
তিনি বলেন, ‘আমরা ১২ মার্চ বিকেল ৫টার দিকে ছিটা কটকা খালের পাড়ে একটি বাঘ দেখতে পাই। লঞ্চ নিয়ে কাছে গিয়ে দেখি চারটি বড় বাঘ একই স্থানে অবস্থান করছে। তারা আকারেও প্রায় একই রকম, সেখানে কোনো শাবক ছিল না।’
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কটকা এলাকায় একসঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছিলেন বন বিভাগের কর্মকর্তারা। এই টিমে ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের টহল দল সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে একসঙ্গে মা ও দুটি বাচ্চাসহ মোট তিনটি বাঘ দেখেছে। আমরা প্রায় ২৫ মিনিট তাদের দেখেছিলাম।’
তিনি এ নিয়ে সুন্দরবনে সরাসরি চারবার বাঘ দেখেছেন বলে জানান।
মফিজুর বলেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি আমাদের কর্মকর্তারা বনে বাঘের দেখা পেয়েছিলেন; যা সুন্দরবনের বনকর্মীদের নিয়মিত টহলের ফল।’
বন বিভাগ জানায়, সর্বশেষ ২০১৮ সালের জরিপমতে সুন্দরবনে বাঘ রয়েছে ১১৪টি।
সুন্দরবনের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার বলেন, ‘সুন্দরবনে বাঘ দেখাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। যেহেতু সুন্দরবন বাঘের আবাসস্থল, সেহেতু বাঘ দেখা যেতেই পারে।'
তিনি বলেন, ‘এখন বাঘের সংখ্যা বেড়েছে কি না তা জরিপ না হওয়া পর্যন্ত বলা যাবে না। আগামী নভেম্বরে সুন্দরবনে বাঘ জরিপ শুরু হবে।’