রমজান মাসে খুলনা মহানগরীতে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সিটি করপোরেশন মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শুক্রবার বিকেলে গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ করা হয়।
রমজানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে সর্বোচ্চ ৬০০ টাকায় ও খাসির মাংস ৮৫০ টাকায়। মুরগির দাম স্থিতিশীল রাখতেও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান মেয়র।
মেয়র বলেন, ‘একশ্রেণির ব্যবসায়ী রমজান মাসে বেশি মুনাফার আশায় অহেতুক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর।
‘খুলনা মহানগরীতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সিটি করপোরেশন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করবে। কোনো ব্যবসায়ী অহেতুক দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
সভায় উপস্থিত ছিলেন কেসিসির বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সদস্য কাউন্সিলর হাফিজুর রহমান মনি, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কর তাজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহীম হোসেন, ফুলবাড়ী গেট বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীসহ আরও অনেকে।