বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

  •    
  • ১ এপ্রিল, ২০২২ ২০:৪০

ছাত্রলীগের কেন্দ্র থেকে নিউজবাংলাকে নিশ্চিত করা হয়েছে, এটি তাদের কোনো কেন্দ্রীয় কর্মসূচি ছিল না। চট্টগ্রাম শাখা নিজে থেকেই এটি পালন করেছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান ইমু নিউজবাংলাকে বলেন, ‘আমরা গত ২০ থেকে ২২ বছর দেখে আসছি আমাদের পূর্ববর্তী নেতারা রমজানকে স্বাগত জানিয়ে এ রকম মিছিল করেছেন। তাই মহানগর ছাত্রলীগের উদ্যোগেই প্রতি বছর এই মিছিলের আয়োজন করা হয়।’

রোজা আসার আগে আগে মাসটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল করেছে মহানগর ছাত্রলীগ।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিলটি। পরে নগরীর দামপাড়া হয়ে কাজির দেউড়ি মোড় এলাকায় সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্ত হয়।

আগামী রোব বা সোমবার থেকে শুরু হচ্ছে রোজা।

জামায়াত সমর্থক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ও ধর্মভিত্তিক আরও কিছু সংগঠন এই ধরনের মিছিল করলে ছাত্রলীগের এই ধরনের মিছিল নতুন প্রবণতাই বলা যায়।

সরকার সমর্থক ছাত্র সংগঠনটি রাজধানীতে এই ধরনের মিছিল বের করেছে- এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সংগঠনের চট্টগ্রামের নেতা-কর্মীরাও নিশ্চিত না, তারা কবে থেকে এই মিছিল শুরু করেছে।

তবে এই মিছিলে অংশ নেয়া একজন কর্মী দাবি করেছেন, তিনি ২০১৮ ও ২০১৯ সালেও এই ধরনের মিছিলে অংশ নিয়েছিলেন। তবে গত দুই বছর করোনার কারণে এই মিছিল হয়নি।চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান ইমু নিউজবাংলাকে বলেন, ‘আমরা গত ২০ থেকে ২২ বছর দেখে আসছি আমাদের পূর্ববর্তী নেতারা রমজানকে স্বাগত জানিয়ে এ রকম মিছিল করেছেন। তাই মহানগর ছাত্রলীগের উদ্যোগেই প্রতি বছর এই মিছিলের আয়োজন করা হয়।’

ছাত্রলীগের কেন্দ্র থেকে নিউজবাংলাকে নিশ্চিত করা হয়েছে, এটি তাদের কোনো কেন্দ্রীয় কর্মসূচি ছিল না। চট্টগ্রাম শাখা নিজে থেকেই এটি পালন করেছে।

মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগ নেতারা রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানান।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘রমজানকে সম্মান জানিয়ে সারা বিশ্বের মুসলিম ব্যবসায়ীরা মুনাফা অর্জন থেকে বিরত থাকে, পণ্যের দাম কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানের জন্য বসে থাকেন।

‘কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেন। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, যেন এই ধরনের কাজ তারা না করেন। তারা যেন রমজানে বাজারদর স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনা মেনে চলেন।’নগরীর প্রতিটি ওয়ার্ড রমজানে সুবিধাবঞ্চিত মানুষদেরকে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ করার ঘোষণাও দেন তিনি।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি, আব্দুল আল আহাদ, সরফুদ্দিন সৌরভ, আরজু ইসলাম বাবু, এম হাসান আলীও মিছিলে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর