নোয়াখালীর চাটখিলে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে শুক্রবার বেলা ৩টার দিকে নুর মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়।
৪০ বছর বয়সী নুর মোহাম্মদের বাড়ি চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে। তিনি স্থানীয় মসজিদে ইমামতির পাশাপাশি একটি কিন্ডারগার্টেনে খণ্ডকালীন শিক্ষকতা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রথম শ্রেণির ওই ছাত্রী স্কুলে গেলে নুর তাকে ধর্ষণের চেষ্টা করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুটির পরিবার থানায় মৌখিক অভিযোগ করে। পুলিশ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে নুরকে আটক করে।
ওসি বলেন, ‘শুক্রবার দুপুরে শিশুটির মা নুরের নামে ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।’