মেহেরপুরে গাংনীর বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের টিন কেটে ১৬টি বেঞ্চের ওপরের কাঠের তক্তা চুরি হয় গত মঙ্গলবার।
স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক গাংনী থানায় পরদিনই অভিযোগ জানান; পুলিশ নামে তদন্তে।
চুরিতে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে আটক করা হয় ভরাট গ্রামের পূর্বপাড়ার চা-দোকানি আজমাইন হোসেনকে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আজমাইন চুরির কথা স্বীকার করেছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, ওই কাঠের তক্তাগুলো কেটে দোকানে লাকড়ি হিসেবে ব্যবহার করেন।
ওসি আরও জানান, আজমাইনকে আটকের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে স্কুলের বেঞ্চের তক্তাগুলো জব্দ করা হয়। পাওয়া যায় চুরির কাজে ব্যবহার হওয়া হাতুড়ি।
গাংনী থানায় শুক্রবার মামলা দিয়ে আজমাইনকে তাতে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি।