হবিগঞ্জের চুনারুঘাট থানার উপপরিদর্শক ও কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে মাদকসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। পুুলিশ পরে ছয়জনকে আটক করেছে।
উপজেলার দেউন্দি চা-বাগানে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এসআই তরিকুল ইসলাম ও চার কনস্টেবল। তাদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে এসআই তরিকুলকে পরে সদর হাসপাতালে নেয়া হয়। আর কনস্টেবল জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম আহতদের বরাতে জানান, বৃহস্পতিবার সন্ধায় দেউন্দি চা-বাগানে মাদক পাচারের তথ্য আসে। এসআই তরিকুলসহ পাঁচ কনস্টেবল সেখানে অভিযানে যান।
সে সময় ১৫ লিটার বিদেশি মদসহ একজনকে তারা আটক করেন। কিছুক্ষণের মধ্যেই একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে হ্যান্ডকাফ পরা অবস্থায় নিয়ে যায়।
ওসি আরও জানান, ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে।